ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দেরাদুন যেতে পারছেন না মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, মে ২৮, ২০১৮
দেরাদুন যেতে পারছেন না মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান। ছবি: বাংলানিউজ (ফাইল ফটো)

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে বাঁ পায়ের আঙ্গুলে চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে  সিরিজে অংশ নিতে মঙ্গলবার (২৯ মে) দলের সঙ্গে দেরাদুন যেতে পারছেন না টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ক্রি‌কেটের মিডিয়া বিভাগ সোমবার (২৮ মে) রাতে বিষয়টি সংবাদ মাধ্যমকে অবগত করেছে।  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর দেওয়া তথ্যমতে, বাঁ পায়ের আঙ্গুলে ব্যথা পাওয়ায় দলের সঙ্গে মোস্তাফিজ দেরাদুন যেতে পারছেন না।

সোমবার তার ক্ষতিগ্রস্ত আঙ্গুলে এক্সরে করা হয়েছে। প্রয়োজনে সামনে আরও পরীক্ষা করা হবে।

তবে তিনি আদৌ এ সিরিজে অংশ নিতে পারবেন কী না সে ব্যাপারে বিসিবি এখনও কিছু জানাতে পারেনি।

মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এবারের আইপিএলে অংশ নেওয়া মোস্তাফিজ মঙ্গলবার (২২ মে) দেশে ফিরেছেন। দেশে ফিরে বিশ্রামে থাকায় দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে অংশ নেননি।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এইচএল/জেআইএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।