ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞার খাঁড়ায় সরফরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, মে ২৮, ২০১৮
নিষেধাজ্ঞার খাঁড়ায় সরফরাজ ছবিঃ সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট ম্যাচে অসাধারণ জয়ের পরও স্বস্তিতে নেই পাকিস্তান। স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখোমুখি হতে হয়েছে পুরো পাকিস্তান দলকে। একই ঘটনা আমাগী ১২ মাসের মধ্যে আবারও ঘটলে অধিনায়ক সরফরাজ আহমেদকে এক ম্যাচ নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়তে হতে পারে।

সোমবার (২৮ মে) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্লো ওভার রেটের কারণে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদকে ম্যাচ ফির ৬০ শতাংশ ও বাকি ১০ খেলোয়াড়কে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করে। ম্যাচ রেফারি জেফ ক্রো ম্যাচ শেষে অভিযোগ করেন, নির্ধারিত সময়ে তিন ওভার কম বল করেছেন পাকিস্তানি বোলাররা।

 

যদি সরফরাজের অধিনায়কত্বে আগামী ১২ মাসে একইধরনের অভিযোগে অভিযুক্ত হয় পাকিস্তান দল, তাহলে এক ম্যাচের নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়বেন তিনি।

আগামী শুক্রবার (১ জুন) হেডিংলিতে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২৮ মে, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।