ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অনুশীলনের সময় বাঁ হাতের আঙ্গুলে চোট পাওয়ায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না বাংলাদেশ দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। রোববার (১৪ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে এমনটি নিশ্চিত করেন টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেন, ‘যেহেতু ইমরুল ইনজুরিতে, তাই আমরা তাকে প্রথম ম্যাচের জন্য বিবেচনা করছি না। ১৬ সদস্যের দল থেকে আমরা ১৫ সদস্য নিয়েই ম্যাচ পরিকল্পনা করছি।
’
সোমবার (১৫ জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজের অন্য দল শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস/এইচএল
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।