ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

১০ আসরের সাতবারই ফাইনালে ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, মে ২১, ২০১৭
১০ আসরের সাতবারই ফাইনালে ধোনি ছবি: সংগৃহীত

রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে আইপিএলের ফাইনালে মাঠে নেমে মহেন্দ্র সিং ধোনি হলেন প্রথম ক্রিকেটার যিনি আইপিএলের ১০ আসরের সাতটিরই ফাইনালে নামলেন।

২০০৮ সালে ধোনি প্রথমবার খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। প্রথম আসরেই ফাইনালে খেলেন তিনি।

২০০৮ সালের পাশাপাশি চেন্নাইকে তিনি ফাইনালে তোলেন ২০১০, ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৫ আসরে। ধোনির নেতৃত্বে ২০১০ ও ২০১১ সালে আইপিএলের শিরোপা জেতে চেন্নাই।

দশ আসরের সাতটিতেই ফাইনালে খেলা যেকোনো খেলোয়াড়ের জন্যই দারুণ এক রেকর্ড। ধোনির মতো না হলেও কাছাকাছি কীর্তি আইপিএলে বেশ কয়েকজন ক্রিকেটারেরই আছে।

৬ বার ফাইনালে খেলেছেন এক সময় ধোনির সতীর্থ সুরেশ রায়না। আলবি মরকেল, সুব্রামানিয়াম বদ্রিনাথ ও রবিচন্দ্রন অশ্বিন আইপিএলের ফাইনালে খেলেছেন ৫ বার করে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ