পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ম্যাচটিতে লিটন কুমার দাস টস জিতলেও দ্বিতীয় ম্যাচে এসে ভাগ্য সহায় হয়নি।
এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়লেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান ও পেসার তাসকিন আহমেদ। তাদের জায়গায় ফিরলেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও পেসার শরিফুল ইসলাম।
ম্যাচটিতে আরও বড় সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি আছে তাদের। ম্যাচটি জিতলেই প্রথমবারের মতো এই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচে বোলিং সহায়ক উইকেটের পুরো সুযোগ নিয়ে বাংলাদেশ বোলাররা করেন দারুণ কাজ। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
জবাবে ব্যাটিংয়ে কোনো চাপে পড়েনি স্বাগতিকরা। উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ঝড় তুলেছেন ব্যাট হাতে। মাত্র ৩৯ বলে ৩ চার ও ৫ ছক্কায় গড়া অপরাজিত ৫৬ রানের ইনিংসে ভর করে ২৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন, তানজিম হাসান।
আরইউ