ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

মাইলস্টোন ট্র্যাজেডি: কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তান, বাদ গান-বাজনা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, জুলাই ২২, ২০২৫
মাইলস্টোন ট্র্যাজেডি: কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তান, বাদ গান-বাজনা  সংগৃহীত ছবি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে খুব একটা দূরে নয় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শনিবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয়ের পর সেই স্কুলের অসংখ্য শিক্ষার্থী ভেসেছিল আনন্দে।

কিন্তু পরদিন সকালেই নেমে আসে মর্মান্তিক এক দুর্ঘটনা—স্কুল চত্বরে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। মুহূর্তেই উল্টে যায় সব কিছু।

এখন পর্যন্ত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন, আহত হয়েছেন আরও অনেকে—অধিকাংশই শিশু।

এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশজুড়ে। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও গভীরভাবে মর্মাহত। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিশুদের মৃত্যুর খবরে কেঁপে উঠেছে দেশের ক্রীড়াঙ্গনও।

এমন শোকাবহ প্রেক্ষাপটে আজ মিরপুরে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হবে দুর্ঘটনায় নিহতদের প্রতি। দুই দলের খেলোয়াড়রাই আজ কালো ব্যাজ পরে মাঠে নামবেন।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে—ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোনো ধরনের সংগীত বাজানো হবে না, গ্যালারিও থাকবে সংযত।

এদিকে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সে সাত উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। মাত্র ১১০ রানে পাকিস্তানকে অলআউট করে লিটন দাসের দল জিতেছে ২৭ বল হাতে রেখেই।

এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। আজকের ম্যাচ জিততে পারলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দে ভাসবে বাংলাদেশ।

শোকাবহ পরিবেশে গতকাল দুই দলের কেউই অনুশীলনে নামেনি। তবুও দলের মনোবল দৃঢ় বলে জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ