ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দলের স্বল্প সংগ্রহকে দুষলেন জিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, নভেম্বর ২৭, ২০১৬
দলের স্বল্প সংগ্রহকে দুষলেন জিয়া ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে নিজেদের অষ্টম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের জন্য মোটেও ভাল সংগ্রহ এনে দিতে পারেননি রংপুরের ব্যাটসম্যানেরা। নির্ধারিত ২০ ওভারে দলীয় ১২৪ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নাইম ইসলামদের।

মিরপুর থেকে: বিপিএলে নিজেদের অষ্টম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের জন্য মোটেও ভাল সংগ্রহ এনে দিতে পারেননি রংপুরের ব্যাটসম্যানেরা। নির্ধারিত ২০ ওভারে দলীয় ১২৪ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নাইম ইসলামদের।

গেইল-তামিমদের চিটাগং ভাইকিংসের সামনে এই স্কোর যে মামুলি ছিল তা ম্যাচ শেষেই বোঝা গেল। গেইলের ২৬ বলে ৪০ ও তামিম ইকবালের ৪৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসে মাত্র ১ উইকেট খরচায় জয়ের বন্দরে নোঙর ফেলে ভাইকিংস।

এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে এবারের আসরের গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ভাইকিংসরা। আর চিটাগংয়ের কাছে নিজেদের অষ্টম ম্যাচে হেরে টেবিলের পাঁচ নম্বরে নেমে এসেছে এই আসরের প্রথমদিকের শীর্ষস্থান দখলে রাখা রংপুর রাইডার্স।

ভাইকিংসের কাছে রাইডার্সদের এই হারের পেছনে দলের পেসার জিয়াউর রহমান দায়ী করলেন ১২৪ রানের স্বল্প সংগ্রহকেই, “আজকের যে উইকেট ছিল সেখানে ১৪৫-৫০ করতে পারলে হয়তো ম্যাচটি আমরা জিততে পারতাম। কিন্তু ১২৪ রান করে বোলিং ভাল হলেও আটকানো কঠিন হয়ে যায়। রান কম হওয়ার কারণেই আমরা হেরে গেছি। ”

রোববার (২৭ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদে সম্মেলনে জিয়া বলেন, “টি-টোয়েন্টিতে মোমেন্টাম যে কোনো মুহূর্তে বদলে যায়। চিটাগংয়ে আমরা খুব ভাল করেছি। এর আগে ঢাকাতেও ভাল করেছি। কিন্তু ঢাকায় চট্টগ্রাম থেকে আসার পরেই হারতে শুরু করেছি। আজেকের ম্যাচে ব্যাটিংয়ে প্রথম ছয় ওভার আমরা ভাল করতে পারছিলাম না, শটস খেলা যাচ্ছিল না। তাই রান কম হয়ে গেছে। ”
 
তবে জিয়া মেনে করছেন সোমবার (২৮ নভেম্বর) রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরবে রংপুর রাইডার্স।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এইচএল/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।