ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সুবিধাজনক অবস্থানে টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, নভেম্বর ২৭, ২০১৬
সুবিধাজনক অবস্থানে টিম ইন্ডিয়া ছবি: সংগৃহীত

মোহালিতে অনুষ্ঠিত স্বাগতিক ভারত আর সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ১২ রানে এগিয়ে রয়েছে ইংলিশরা।

ঢাকা: মোহালিতে অনুষ্ঠিত স্বাগতিক ভারত আর সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ১২ রানে এগিয়ে রয়েছে ইংলিশরা। সফরকারীরা নিজেদের প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হলে ব্যাটিংয়ে নেমে ভারত ৬ উইকেট হারিয়ে ২৭১ রান তুলেছে।

ইংলিশদের ইনিংসে সর্বোচ্চ ৮৯ রান করেন জনি বেয়ারস্টো। এছাড়া, ওপেনার অ্যালিস্টার কুক ২৭, হাসিব হামিদ ৯, জো রুট ১৫, মঈন আলি ১৬, বেন স্টোকস ২৯, জস বাটলার ৪৩ আর ক্রিস উকস করেন ২৫ রান।

ভারতের হয়ে তিনটি উইকেট দখল করেন মোহাম্মদ সামি। দুটি করে উইকেট তুলে নেন উমেস যাদব, জয়ন্ত যাদব এবং রবীন্দ্র জাদেজা।

ভারতের হয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে মুরালি বিজয় আর পার্থিব প্যাটেল। দীর্ঘ দিন পর টেস্ট দলে জায়গা করে প্যাটেল খেলেন ৪২ রানের ইনিংস। আরেক ওপেনার বিজয়ের ব্যাট থেকে আসে ১২ রান। তিন নম্বরে নামা চেতস্বর পুজারা করেন ৫১ রান। ভারতের দলপতি বিরাট কোহলি ৬২ রান করে বিদায় নেন। মাঝে আজিঙ্কা রাহানে ০ এবং করুন নায়ার ৪ রান করে বিদায় নিলেও দিন শেষে ৫৭ রান অপরাজিত থাকেন রবীচন্দ্রন অশ্বিন। ৩১ রানে ব্যাট করে অপরাজিত থাকেন জাদেজা।

ইংলিশদের হয়ে তিনটি উইকেট দখল করেন আদিল রশিদ এবং দুটি উইকেট পান বেন স্টোকস।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।