ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাদা-গোলাপি বল মোকাবেলা করা ‘বাবা-ছেলে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, নভেম্বর ২৪, ২০১৬
সাদা-গোলাপি বল মোকাবেলা করা ‘বাবা-ছেলে’ স্টেফেন কুক-ছবি:সংগৃহীত

ক্রিকেট বিশ্বে এখনও অখ্যাত স্টেফেন কুক। দক্ষিণ আফ্রিকান টেস্ট দলের ওপেনার হিসেবে খেলেন। তবে দেশটির ক্রিকেট ইতিহাসে জায়াগা করে নিলেন তিনি। প্রায় একই রকম রেকর্ডে দুই দশকের বেশি সময় আগে নাম লিখিয়েছিলেন তার বাবা জিমি কুকও।

ঢাকা: ক্রিকেট বিশ্বে এখনও অখ্যাত স্টেফেন কুক। দক্ষিণ আফ্রিকান টেস্ট দলের ওপেনার হিসেবে খেলেন।

তবে দেশটির ক্রিকেট ইতিহাসে জায়াগা করে নিলেন তিনি। প্রায় একই রকম রেকর্ডে দুই দশকের বেশি সময় আগে নাম লিখিয়েছিলেন তার বাবা জিমি কুকও।

স্টেফেন প্রথম প্রোটিয়া ব্যাটসম্যান যিনি দেশটির দিবা-রাত্রির টেস্টে প্রথম গোলাপি বল মোকাবেলা করেছেন। ২৫ বছর আগে এই নভেম্বরে জিমি কুক ওপেনার হিসেবে ওয়ানডেতে প্রথম সাদা বল মোকাবেলা করেন দেশটির হয়ে। আর ২২ বছর আগে নভেম্বরেই খেলেন টেস্টে প্রথম লাল বল। এবার বাবার সঙ্গে মিল রেখে নভেম্বরেই রেকর্ডটি হলো স্টেফেনের।

অ্যাডিলেডে চলমান টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ৪০ রানে আউট হন স্টেফেন।

জিমি কুক অবশ্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সর্বপ্রথম টেস্টে খেলা ব্যাটসম্যান নয়। তিনি মূলত দলটির দ্বিতীয় জন্মের পরই প্রথম হয়ে শুরু করেন। ১৯৭০ সালে বর্ণবৈষম্যের কারণে আইসিসি প্রোটিয়াদের অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছিল। পরবর্তীতে ১৯৯২ সালে আবারও টেস্ট খেলা শুরু করে দলটি। সেই দলেরই ওপেনার ছিলেন জিমি।

স্টেফেন কুকের জাতীয় দলের শুরুটা ২০১৬ সালে। শুরুটা অবশ্য বয়স যখন ৩৩! কিন্তু বর্তমান দলের তারকা ব্যাটসম্যান হাশিম আমলার সঙ্গে ঘরোয়া ক্রিকেটে একই সঙ্গে তার পথচলা আরম্ভ হয়। অথচ আমলার ৯০ টেস্টের সময় অভিষেক হয় স্টেফেনের।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।