ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কিউই দলে ছিটকে গেলেন বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৪, নভেম্বর ২৪, ২০১৬
কিউই দলে ছিটকে গেলেন বোল্ট ছবি:সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন নিউজিল্যান্ডে ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। তার পরিবর্তে ডাগ ব্রেসওয়েলকে দলে নেওয়া হয়েছে। প্রথম টেস্ট জিতে কিউইরা ১-০তে এগিয়ে রয়েছে।

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন নিউজিল্যান্ডে ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। তার পরিবর্তে ডাগ ব্রেসওয়েলকে দলে নেওয়া হয়েছে।

প্রথম টেস্ট জিতে কিউইরা ১-০তে এগিয়ে রয়েছে।

ব্রেসওয়েলকে দলে নিলেও একাদশে খেলার সম্ভাবনা রয়েছে ম্যাট হেনরির। দলটির সর্বশেষ ভারত সফরে কলকাতা টেস্টে খেলেছিলেন হেনরি। তবে অন্য পেসারদের মতো ইন্দোরে ভুগতে হয়েছিল তাকে।

এদিকে ২০১২ সালের পর এই প্রথম নিউজিল্যান্ডের হয়ে কোনো টেস্ট খেলছেন না বোল্ট। দলের হয়ে শেষ ৪৪ টেস্টেই ছিলেন তিনি।

এখন পর্যন্ত মোট ৪৭টি টেস্ট খেলেছেন বাঁহাতি এ পেসার। যেখানে ২.৯৬ গড়ে নিয়েছেন ১৭৩টি উইকেট।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।