ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

এক ম্যাচ নিষিদ্ধ মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২০, নভেম্বর ২২, ২০১৬
এক ম্যাচ নিষিদ্ধ মিসবাহ মিসবাহ উল হক-ছবি:সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে আইসিসি এক ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হককে। ফলে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না তার।

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে আইসিসি এক ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হককে। ফলে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না তার।

হ্যামিল্টন টেস্ট অবশ্য এমনিতেই খেলতেন না মিসবাহ। কারণ প্রথম টেস্ট চলাকালীন তার শ্বশুরের মৃত্যু হয়। ফলে ইতোমধ্যেই দেশে ফেরত গেছেন তিনি।

এদিকে শুধুমাত্র নিষেধাজ্ঞাই নয় ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে মিসবাহ’র। আর পুরো দলকে ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অভিজ্ঞ এ ব্যাটসম্যান এর আগে গত আগষ্টে ইংল্যান্ডের বিপক্ষে আরেকবার এমন অপরাধ করেছিলেন। আর আইসিসি’র নিয়ম অনুযায়ী ১২ মাসের মধ্যে দু’বার এমন অপরাধ করলে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়।

মিসবাহকে অপরাধী সাবস্থ করেছেন দুই মাঠ আম্পায়ার ইয়ান গোল্ড ও এস রবি, তৃতীয় আম্পায়ার সিমন ফ্রাই ও চতুর্থ আম্পায়ার শন হেইগ। সে ম্যাচে ৩১ ও ১৩ রান করেছিলেন মিসবাহ। ২০১০ সালে পাকিস্তানের নেতৃত্ব পাওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার কোনো ম্যাচ খেলছেন না তিনি। ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে একই অপরাধে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ৪২ বছর বয়সী এ তারকা।

ক্রাইসচার্চে আট উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে পাকিস্তান। ২৫ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ