ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিপিএল ফেরাতে পারে আফ্রিদিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৬, নভেম্বর ২১, ২০১৬
বিপিএল ফেরাতে পারে আফ্রিদিকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের দরজা অনেকটাই বন্ধ পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি দলপতি শহীদ আফ্রিদির। দেশটির ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও ছিটকে পড়েছেন সিনিয়র এই অলরাউন্ডার।

ঢাকা: ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের দরজা অনেকটাই বন্ধ পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি দলপতি শহীদ আফ্রিদির। দেশটির ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও ছিটকে পড়েছেন সিনিয়র এই অলরাউন্ডার।

তবে, আবারো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ থাকছে আফ্রিদির-এমনটি জানিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন আফ্রিদি। দুর্দান্ত পারফর্মে আবারো জাতীয় দলে ফিরতে মরিয়া ‘বুমবুম আফ্রিদি’।

বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৫টি ম্যাচ। যেখানে বল হাতে তুলে নিয়েছেন ৯টি উইকেট। মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানসের বিপক্ষে ১২ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন চারটি উইকেট। সাকিব আল হাসানের ঢাকা, মুশফিকুর রহিমের বরিশালের বিপক্ষে নেন দুটি করে উইকেট।

এমন পারফর্মে দৃষ্টি রেখেছেন ইনজামাম। তিনি জানান, ‘যদি আফ্রিদি তার এমন দুর্দান্ত পারফর্ম ধরে রাখে আর যদি দল তাকে প্রয়োজন মনে করে তাহলে সে খুব শিগগিরই জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারবে। ’

জাতীয় দলে ফিরলে ৩৬ বছর পার করা আফ্রিদি কতটা পারফর্ম করতে পারবে, এমন প্রশ্নের জবাবে ইনজামাম জানান, ‘বয়স কোনো বড় বিষয় না। পারফর্ম আর স্কিলটাই বড়। সে যদি এই দুটি জিনিস ধরে রাখতে পারে জাতীয় দলের দরজা খুলে যাবে তার জন্য। মিসবাহ ৪০ বছর পেরিয়েও দারুণ খেলছে। তাহলে আফ্রিদি কেনো নয়?’

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।