ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ইংলিশদের হারিয়ে টিম ইন্ডিয়ার লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৩, নভেম্বর ২১, ২০১৬
ইংলিশদের হারিয়ে টিম ইন্ডিয়ার লিড ছবি: সংগৃহীত

রাজকোটের টেস্ট ড্র হওয়ার পর পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। সফরকারী ইংল্যান্ডকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল। ফলে, দ্বিতীয় ম্যাচ শেষে ১-০তে সিরিজে লিড নিয়েছে টিম ইন্ডিয়া।

ঢাকা: রাজকোটের টেস্ট ড্র হওয়ার পর পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। সফরকারী ইংল্যান্ডকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল।

ফলে, দ্বিতীয় ম্যাচ শেষে ১-০তে সিরিজে লিড নিয়েছে টিম ইন্ডিয়া।

আগে ব্যাটিংয়ে নেমে ভারত নিজেদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তোলে ৪৫৫ রান। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ইংলিশরা ২৫৫ রানেই গুটিয়ে যায়। ২০০ রানে এগিয়ে থেকে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে তোলে মাত্র ২০৪ রান। জয়ের জন্য ইংলিশদের সামনে টার্গেট দাঁড়ায় ৪০৫ রান। সফরকারীদের দ্বিতীয় ইনিংস থামে ১৫৮ রানের মাথায়।

প্রথম ইনিংসে ভারতের হয়ে চেতস্বর পুজারা ১১৯ রান করেন। বিরাট কোহলি করেন ইনিংস সর্বোচ্চ ১৬৭ রান। ৫৮ রান আসে রবীচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে। অভিষিক্ত জয়ন্ত যাদভ ৩৫ রান করেন। ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন আর মঈন আলি। দুটি উইকেট লাভ করেন আদিল রশিদ।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বেন স্টোকসের ৭০, জো রুটের ৫৩, জনি বেয়ারস্টোর ৫৩ আর আদিল রশিদের অপরাজিত ৩২ রানে ২৫৫ রান তুলতে সক্ষম হয় ইংলিশরা। ভারতের হয়ে একাই ৫টি উইকেট দখল করেন অশ্বিন।

২০০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দলপতি কোহলির ৮১ রানে ভর করে ভারত তোলে ২০৪ রান। আজিঙ্কা রাহানে ২৬, জয়ন্ত যাদভ অপরাজিত ২৭ রান করেন। ইংলিশদের হয়ে ৪টি করে উইকেট তুলে নেন স্টুয়ার্ট ব্রড এবং আদিল রশিদ।

৪০৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংলিশরা শুরুটা ভালোই করেছিল। ওপেনার অ্যালিস্টার কুক আর হাসিব হামিদ তুলে নেন ৭৫ রান। হামিদ ২৫ রানে বিদায় নেন। কুকের ব্যাট থেকে আসে ৫৪ রান। তিন নম্বরে নামা জো রুটের ব্যাট থেকে আসে আরও ২৫ রান। এরপর আর কোনো ব্যাটসম্যান ভারতীয় বোলারদের সামনে টিকে থাকতে পারেননি। একমাত্র জনি বেয়ারস্টো ব্যাট চালাতে থাকেন। শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি।

ভারতের হয়ে তিনটি করে উইকেট লাভ করেন অশ্বিন এবং জয়ন্ত। দুটি করে উইকেট পান মোহাম্মদ সামি এবং রবীন্দ্র জাদেজা। আগামী ২৬ নভেম্বর সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে মোহালিতে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ