ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কোহলির দৃঢ়তায় চালকের আসনে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, নভেম্বর ১৯, ২০১৬
কোহলির দৃঢ়তায় চালকের আসনে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানের লিড স্বস্তিতেই রেখেছিল ভারতকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪০ রানে তিন উইকেট হারিয়ে বসলে কিছুটা অস্বস্তিতে পড়ে ভারত।

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানের লিড স্বস্তিতেই রেখেছিল ভারতকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪০ রানে তিন উইকেট হারিয়ে বসলে কিছুটা অস্বস্তিতে পড়ে ভারত।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
ভারত-৪৫৫ ও ৯৮/৩
ইংল্যান্ড-২৫৫

তবে বিরাট কোহলির দৃঢ়তায় তৃতীয় দিন শেষে আর কোনো উইকেট হারায়নি তারা। যোগ হয়েছে আরও ৪৮ রান। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৯৮ রান। বিশাখাপত্তমে আগামীকাল সকালে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করার আগে ২৯৮ রানে এগিয়ে স্বাগতিক ভারত। তাদের হাতে রয়েছে আরও সাতটি উইকেট।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বিরাট কোহলি ৫৬ ও আজিঙ্কা রাহানে ২২  রানে অপরাজিত আছেন।

ইংলিশ বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রুড দুটি ও জেমস অ্যান্ডারসন নিয়েছেন একটি উইকেট।

ভারতের প্রথম ইনিংসে করা ৪৫৫ রানের জবাবে ম্যাচের দ্বিতীয় দিন শেষে জো রুটের অর্ধশতকে (৫৩) পাঁচ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছিল ইংল্যান্ড। সেখান থেকে শেষ পাঁচ উইকেটে আজ আরও ১৫২ রান যোগ করে সফরকারীরা। বেন স্টোকস ৭০ ও জনি বেয়ারিস্টো ৫৩ রান করেন। আদিল রশিদের ব্যাট থেকে আসে ৩২ রান।

অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন একাই নেন পাঁচ উইকেট। মোহাম্মদ সামি, উমেশ যাদব, রবিন্দ্র জাদেজা ও জয়ন্ত যাদব একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।