ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মিলার, ওয়াটসন, আনোয়ার আলীকে দলে ভেড়াল রংপুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, নভেম্বর ১৬, ২০১৬
মিলার, ওয়াটসন, আনোয়ার আলীকে দলে ভেড়াল রংপুর মিলার, ওয়াটসন ও আনোয়র-ছবি:সংগৃহীত

রংপুর রাইডার্সের হয়ে বিপিএল কাঁপাতে আসছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন ও পাকিস্তান অলরাউন্ডার আনোয়ার আলী।

ঢাকা: রংপুর রাইডার্সের হয়ে বিপিএল কাঁপাতে আসছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন ও পাকিস্তান অলরাউন্ডার আনোয়ার আলী।

পাক অলরাউন্ডার আনোয়ার আলী বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের হযরত শাহ আমনত বিমান বন্দরে পৌঁছে দিনের দ্বিতীয় ম্যাচেই দলের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে মাঠে নামবেন।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার এমএ বাকী।

রংপুর রাইডার্সের হয়ে এই তিন ক্রিকেটারের খেলা নিয়ে বাকী আরও জানান, ‘আনোয়ার আলী চট্টগ্রাম পর্বে খেললেও ডেভিড মিলার ও শেন ওয়াটসন সেখানে খেলছেন না। তাদের দুজনকেই চট্টগ্রামে ডাগ আউটে দেখা যাবে। বিপিএল ঢাকায় ফিরলে দলের হয়ে ছ’টি ম্যাচ খেলবেন মিলার আর ওয়াটসন খেলবেন চারটি। ’        

বিপিএলে এবারের আসরে ঢাকায় অনুষ্ঠিত প্রথম পর্বের তিন ম্যাচে, দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চার নাম্বরে আছে নাঈম ইসলামের রংপুর রাইডার্স।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।