ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বদলেছে বিপিএল ম্যাচের সময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩০, নভেম্বর ১৬, ২০১৬
বদলেছে বিপিএল ম্যাচের সময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

চট্টগ্রাম পর্ব দিয়ে বিপিএলের ম্যাচ শুরুর সময় বদলে যাচ্ছে। বদলে যাওয়া এই সময় অনুযায়ী, দিনের প্রথম ম্যাচ এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। আর দ্বিতীয় ম্যাচটি এগিয়ে আনা হয়েছে সোয়া এক ঘণ্টা।

ঢাকা: চট্টগ্রাম পর্ব দিয়ে বিপিএলের ম্যাচ শুরুর সময় বদলে যাচ্ছে। বদলে যাওয়া এই সময় অনুযায়ী, দিনের প্রথম ম্যাচ এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

আর দ্বিতীয় ম্যাচটি এগিয়ে আনা হয়েছে সোয়া এক ঘণ্টা।
 
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএলের এই পরিবর্তিত সময়সূচির কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
বিপিএলে ঢাকার প্রথম পর্বে দিনের প্রথম ম্যাচটি যেখানে ২টায় শুরু হতো, সেখানে নতুন নির্ধারিত সময় অনুযায়ী হবে ১টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭টার পরিবর্তে পৌঁনে ছয়টায় মাঠে গড়াবে।
 
পরিবর্তন করা হয়েছে শুক্রবারের ম্যাচের সময়ও। শুক্রবার দুপুরের ম্যাচ আড়াইটার পরিবর্তে করা হয়েছে দেড়টায়। আর দিবারাত্রির ম্যাচটি সন্ধ্যা সোয়া ৭টার পরিবর্তে সোয়া ৬টায়।

ঢাকা পর্ব-১ শেষে এখন দু’দিনের বিরতি চলছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচেই তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

একই দিন সন্ধ্যার ম্যাচে নাঈম-সৌম্যর রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস। চট্টগ্রাম পর্ব দিয়ে নতুন সময়সূচি কার্যকর হবে। আগামী ২৫ নভেম্বর থেকে আবারো ঢাকায় ফিরবে বিপিএলের চতুর্থ আসর।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।