ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

রনির চোটে ভাগ্য খুললো জুনায়েদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, নভেম্বর ১৫, ২০১৬
রনির চোটে ভাগ্য খুললো জুনায়েদের ছবি: সংগৃহীত

বিপিএলের চতুর্থ আসরে দল না পাওয়া বাঁহাতি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকীর ভাগ্য খুলেছে। রাজশাহী কিংসের ওপেনার রনি তালুকদার ইনজুরিতে পড়ায় জুনায়েদকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকা: বিপিএলের চতুর্থ আসরে দল না পাওয়া বাঁহাতি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকীর ভাগ্য খুলেছে। রাজশাহী কিংসের ওপেনার রনি তালুকদার ইনজুরিতে পড়ায় জুনায়েদকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

রাজশাহীর মিডিয়া ম্যানেজার বাংলানিউজকে জুনায়েদের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিএলের গত আসরে সিলেট সুপার স্টারসের হয়ে খেলেন এ ওপেনার। এবার প্লেয়ার্স ড্রাফটে তার নাম থাকলেও ডাকেনি কোনো দল। অবশেষে রনি তালুকদারের বিকল্প হিসেবে রাজশাহীর দলে এলেন জুনায়েদ।

গেল শুক্রবার (১১ নভেম্বর) ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ব্যাটিং করার সময় চোট পান রনি। মোহাম্মদ শহীদের লেগ স্টাম্পের উপরে করা বল ফ্লিক করতে গিয়ে ডান পাশের পাঁজরে টান লাগে রনির।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।