ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

২০১৯ পর্যন্ত কিউইদের সঙ্গে সাবেক টাইগার কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪০, নভেম্বর ১৫, ২০১৬
২০১৯ পর্যন্ত কিউইদের সঙ্গে সাবেক টাইগার কোচ শেন জার্গেনসেন-ছবি:সংগৃহীত

২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করবেন শেন জার্গেনসেন। নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে এমনটি জানানো হয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দলটির অন্তবর্তীকালীন পরামর্শক হিসেবে কাজ করছিলেন বাংলাদেশের সাবেক এ প্রধান কোচ।

ঢাকা: ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করবেন শেন জার্গেনসেন। নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে এমনটি জানানো হয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দলটির অন্তবর্তীকালীন পরামর্শক হিসেবে কাজ করছিলেন বাংলাদেশের সাবেক এ প্রধান কোচ।

ভারতের মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের বোলিং আক্রমণের পেছনে কাজ করার দায়িত্ব পান জার্গেনসেন। যেখানে বেশ সফলতাও পান তিনি। এছাড়া দলটির হয়ে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত কাজ করেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ান ঘরোয়া লিগের ক্রিকেটার জার্গেনসেনের ক্যারিয়ারে সবচেয়ে বড় অ্যাসাইন্টমেন্ট ছিল বাংলাদেশের কোচ হিসেবে। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত টাইগারদের কোচ থাকাকালে এই নিউজিল্যান্ডকেই ঘরের মাঠে ওয়ানডেতে হোয়াইওয়াশ করে বাংলাদেশ। এছাড়া শ্রীলঙ্কার মাটিতে ড্র করেছিল একটি টেস্ট।

চলতি গ্রীষ্মে ঘরের মাঠে ব্যস্ত সূচি থাকছে নিউজিল্যান্ডের। যেখানে আগামী বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে নামছে তারা। পরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলতে হবে দলটিকে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।