ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ঢাকা পর্বের শেষ ম্যাচে সর্বোচ্চ রান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, নভেম্বর ১৪, ২০১৬
ঢাকা পর্বের শেষ ম্যাচে সর্বোচ্চ রান ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা। ঢাকা পর্বের শেষ ম্যাচেই এলো দলীয় সর্বোচ্চ রানের ইনিংসটি। কুমিল্লার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ১৯৪ রান সংগ্রহ করে ঢাকা। 

মিরপুর থেকে: ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা। ঢাকা পর্বের শেষ ম্যাচেই এলো দলীয় সর্বোচ্চ রানের ইনিংসটি।

কুমিল্লার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ১৯৪ রান সংগ্রহ করে ঢাকা।  
 
চলতি আসরে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ১৯২। গতকাল রাজশাহী কিংসের বিপক্ষে ২০ ওভারে চার উইকেট হারিয়ে এ রান তুলেছিল বরিশাল।

সেটি টপকে এখন পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ রানের স্কোর ঢাকার। বড় সংগ্রহের পেছনে ঢাকার ব্যাটসম্যানদের অবদানের পাশাপাশি কুমিল্লার বোলাররা ভূমিকা রেখেছেন অতিরিক্ত রান দিয়ে।
 
অতিরিক্ত খাত থেকে ঢাকার ইনিংসে যোগ হয়েছে ২০ রান। যার মধ্যে ছিল ১১টি ওয়াইড, তিনটি ‘নো’ বল, লেগ বাই ৫ ও বাই থেকে ১ রান। যা কিনা বিপিএলে চার আসর মিলে তৃতীয় সর্বোচ্চ। বিপিএলে সবচেয়ে বেশি ২৩ অতিরিক্ত রান গত আসরে দিয়েছিল ঢাকা ডায়নামাইটস। বিপক্ষ দল ছিল রংপুর রাইডার্স।
 
আগামী ১৭-২২ নভেম্বর চট্টগ্রামে গড়াবে বিপিএলের দ্বিতীয় পর্ব। শেষ পর্ব গড়াবে ঢাকায়। ৯ নভেম্বর শেষ হবে বিপিএলের চতুর্থ আসর।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।