ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের কাঁধের প্রথম স্ক্যানিং মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, নভেম্বর ১৪, ২০১৬
মোস্তাফিজের কাঁধের প্রথম স্ক্যানিং মঙ্গলবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়া মোস্তাফিজের প্রথম স্ক্যানিং মঙ্গলবার (১৫ নভেম্বর)। গেল ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রম ওয়েল হাসাপাতালে তার কাঁধে অস্ত্রপচারের পরে এটিই তার প্রথম স্ক্যানিং বলে জানালেন মোস্তাফিজের ফিজিও বায়েজিদ ইসলাম খান। 

ঢাকা: কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়া মোস্তাফিজের প্রথম স্ক্যানিং মঙ্গলবার (১৫ নভেম্বর)। গেল ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রম ওয়েল হাসাপাতালে তার কাঁধে অস্ত্রপচারের পরে এটিই তার প্রথম স্ক্যানিং বলে জানালেন মোস্তাফিজের ফিজিও বায়েজিদ ইসলাম খান।

 

সোমবার (১৪ নভেম্বর) তিনি বিষয়টি বাংলানিউজকে জানান। মোস্তাফিজের কাঁধের স্ক্যানিং নিয়ে জানাতে গিয়ে তিনি আরও বলেন, ‘এটি একটি রুটিন চেকআপ, তবে অস্ত্রপচারের পরে এটাই প্রথম স্ক্যানিং। গত দুই সপ্তাহ সে বোলিং করেছে। অবস্থার কোনো পরিবর্তন আছে কী না, সবকিছু ঠিকমতো যাচ্ছে কী না সেটা দেখতেই এই স্ক্যানিং। ’

গেল জুনে সাসেক্সের হয়ে কাউন্টির ওয়ানডে ম্যাচের আগে অনুশীলনে কাঁধে চোট পান মোস্তাফিজ। দেশে ফিরে পুনর্বাসনের মধ্যে আছেন এই কাটার মাস্টার। পুনর্বাসন চলাকালীন সময়ে ইতোমধ্যেই দুই সপ্তাহ বল হাতে অনুশীলনও করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।