ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

রাজকোটে রান উৎসবের টেস্ট ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, নভেম্বর ১৩, ২০১৬
রাজকোটে রান উৎসবের টেস্ট ড্র ছবি: সংগৃহীত

ড্রয়ে শেষ হলো রাজকোট টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ব্যাট-বলের লড়াইয়ে ভারতের চেয়ে এগিয়ে ছিল ইংল্যান্ডই। তবে শেষ দিনে ৩১০ রানের টার্গেটে নেমে ছয় উইকেট হারিয়ে হারের শঙ্কায়-ই পড়েছিল স্বাগতিকরা।

ঢাকা: ড্রয়ে শেষ হলো রাজকোট টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ব্যাট-বলের লড়াইয়ে ভারতের চেয়ে এগিয়ে ছিল ইংল্যান্ডই।

রান উৎসবের ম্যাচটিতে দু’দলের পাঁচ ব্যাটসম্যান সেঞ্চুরি উদযাপন করেন। তবে শেষ দিনে ৩১০ রানের টার্গেটে নেমে ছয় উইকেট হারিয়ে হারের শঙ্কায়-ই পড়েছিল স্বাগতিকরা। ৪৯ রানে অপরাজিত থেকে এক প্রান্ত আগলে রাখেন বিরাট কোহলি।

স্কোর: ইংল্যান্ড - ৫৩৭ ও ২৬০/৩ ডিক্লে.
ভারত - ৪৮৮ ও ১৭২/৬ (৫২.৩ ওভার)

প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান মুরালি বিজয় ৩১ ও চেতশ্বর পুজারার ব্যাট থেকে আসে ১৮। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ওপেনার গৌতম গম্ভীর। অজিঙ্কা রাহানে ১, রবিচন্দ্রন অশ্বিন ৩২ ও হৃদ্দিমান সাহা ৯ রান করে আউট হন।

দলীয় ১১৮ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপের মুখেই পড়েছিল টিম ইন্ডিয়া। ইংলিশদের জয়ের সম্ভাবনা জাগলেও কোহলির ব্যাটিং দৃঢ়তায় তা আর বাস্তবে রূপ নেয়নি। সপ্তম উইকেটে রবিন্দ্র জাদেজাকে (৩২ অপ.) সঙ্গে নিয়ে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে খেলা শেষ করেন ভারতীয় অধিনায়ক।

তিন উইকেট নিয়ে রাজকোট টেস্টে নিজের উইকেটসংখ্যা ৭-এ নিয়ে যান আদিল রশিদ। বাকি তিনটি নেন ক্রিস উকস, মঈন ‍আলী ও জাফর আনসারি।

রোববার (১৩ নভেম্বর) চতুর্থ দিনের করা বিনা উইকেটে ১১৪ রান নিয়ে ব্যাটিংয়ে ‍নামেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও হাসিব হামিদ। দু’জনের ওপেনিং জুটি থামে ১৮০ রানে। ৮২ করে ফেরেন হামিদ। ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি তুলে নেন কুক (১৩০)। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জো রুট মাত্র চার রান করে মাঠ ছাড়েন।

প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান বেন স্টোকস ২৯ রানে অপরাজিত থাকেন। তিন উইকেটে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩১০। শেষ পর্যন্ত ড্র নিয়েই দু’দলকে সন্তুষ্ট থাকতে হলো।

আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।