ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অবিশ্বাস্য মনে হচ্ছে তামিমের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, নভেম্বর ১২, ২০১৬
অবিশ্বাস্য মনে হচ্ছে তামিমের ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের তিন ম্যাচে দুই জয় তুলেছে খুলনা টাইটানস। দুই ম্যাচেই জয় এসেছে মাহমদুউল্লাহ রিয়াদের শেষ ওভারের বোলিং জাদুতে। প্রথমটাতে রাজশাহী কিংসের দরকার ছিল শেষ ওভার ৭ রান, হাতে তিন উইকেট। মাহমুদউল্লাহ ৩ রান খরচায় তুলে নেন শেষ তিন উইকেটই।

মিরপুর থেকে: বিপিএলের তিন ম্যাচে দুই জয় তুলেছে খুলনা টাইটানস। দুই ম্যাচেই জয় এসেছে মাহমদুউল্লাহ রিয়াদের শেষ ওভারের বোলিং জাদুতে।

প্রথমটাতে রাজশাহী কিংসের দরকার ছিল শেষ ওভার ৭ রান, হাতে তিন উইকেট। মাহমুদউল্লাহ ৩ রান খরচায় তুলে নেন শেষ তিন উইকেটই।

আজকের চ্যালেঞ্জটা ছিল আরও কঠিন। চিটাগং ভাইকিংসের শেষ ওভারে দরকার ৬ রান, হাতে চার উইকেট। এমন সমীকরণে বোলিংয়ে এসে মাহমুদউল্লাহ দিলেন মাত্র ১ রান। যথারীতি আজও নিলেন ৩ উইকেট। ৪ রানের জয় তুলে উদযাপনে মাতলেন খুলনা টাইটানসের অধিনায়ক।

পর পর দুই ম্যাচে এমন বোলিং কিছুটা অবিশ্বাস্য মনে হচ্ছে চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের কাছে, ‘যে ম্যাচটা রিয়াদ ভাই জিতিয়েছে ওইটা আসলে আপনি যদি ঠিকভাবে চিন্তা করেন দশবারে একবার হওয়ার কথা। বাড়ে বাড়ে জিতাচ্ছে! মাত্র ৬ রান দরকার ছিল, আমাদের দুইটা সেট ব্যাটসম্যান ছিল। অবশ্যই উনার কৃতিত্ব, ভালো বল করছে বলেই হয়েছে। ’

রিয়াদকে কৃতিত্ব দেয়ার পাশাপাশি নিজ দলের ব্যাটসম্যানদেরও ব্যর্থতার ব্যাপারটি সামনে এনেছেন তামিম, ‘হারের পেছনে আমার কাছে মনে হয়েছে আমাদের দোষ ছিল আরও বেশি। তবে নিঃসন্দেহে ওই পরিস্থিতিতে এসে পর পর দুই দিন ম্যাচ জিতানো এটা সহজ ব্যাপার না। একদিন ৭ রান ডিফেন্ড করলো আজকে ৬ রান ডিফেন্ড করলো। আজকেরটা আরও বেশি কঠিন ছিল, আমার মনে হয় সে কিছু সঠিক করেছে যার জন্য সে সাফল্য পেয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।