ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিপিএলেও সবাইকে ছাড়িয়ে সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, নভেম্বর ১১, ২০১৬
বিপিএলেও সবাইকে ছাড়িয়ে সাকিব ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন ফরমেটেই বর্তমানে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। এ বাঁহাতি স্পিনার এবার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলেও ছাড়িয়ে গেলেন সবাইকে। 

মিরপুর থেকে: টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন ফরমেটেই বর্তমানে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। এ বাঁহাতি স্পিনার এবার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলেও ছাড়িয়ে গেলেন সবাইকে।

 

সর্বোচ্চ উইকেটের পাশাপাশি প্রথম বোলার হিসেবে বিপিএলে ৫০ উইকেট শিকার করেন সাকিব। শুক্রবার (১১ নভেম্বর) বিপিএলের চতুর্থ আসরের সপ্তম ম্যাচে রাজশাহী কিংসের ব্যাটসম্যান রনি তালুকদারকে সাজঘরে পাঠিয়ে ৫০তম উইকেটটি শিকার করেন ঢাকা ডায়নামাইটসের এ অধিনায়ক।

সেই সঙ্গে কেভন কুপারকে পেছনে ফেলে বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন সাকিব।
 
৪৯ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন বরিশাল বুলসের হয়ে খেলা ক্যারিবীয়ান পেসার কেভন কুপার। সমান ৪৯ উইকেট নিয়ে কুপারের পাশেই ছিলেন সাকিব। আজ একটি উইকেট নিয়ে কুপারকে পেছনে ফেলেন সাকিব।

বিপিএলের গত আসরে ২৯ ম্যাচ খেলে কুপার নিয়েছেন ৪৯ উইকেট। কুপারকে টপকে যেতে সাকিবের লেগেছে ৩৬ ম্যাচ। পেসার কুপার এবারের আসরে খেলছেন খুলনা টাইটানসের হয়ে। যদিও এখনও ম্যাচ খেলতে নামা হয়নি তার।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।