ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সেরা বোলারকেই খেলাতে পারছেন না মাশরাফি!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, নভেম্বর ১১, ২০১৬
সেরা বোলারকেই খেলাতে পারছেন না মাশরাফি! ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিং করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তার একেকটি বল খেলতে ঘাম ছুটেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তিন ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট।

মিরপুর থেকে: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিং করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তার একেকটি বল খেলতে ঘাম ছুটেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

তিন ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট।

বিপিএল খেলতে ঢাকায় আসার আগে কাবুলে ঘরোয়া তিনদিনের ম্যাচে দুই ইনিংসে নিয়েছেন ৯ উইকেট। দারুণ ফর্মে থাকা রশিদকে একাদশেই নামাতে পারছে না কুমিল্লা।

প্লেয়ার্স ড্রাফটে ১৮ বছরের এই প্রতিভাকে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অথচ দলের ব্যাটিং নড়বড়ে টিম কম্বিনেশনের কথা চিন্তা করে এই স্পিনারকে খেলাতে পারছেন না কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ নিয়ে আক্ষেপ ঝরেছে মাশরাফির কণ্ঠে।
 
শুক্রবার (১১ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে কুমিল্লার অধিনায়ক আক্ষেপ নিয়ে বলেন, ‘আমাদের সেরা বোলার আমরা খেলাতে পারছি না। রশিদের কথা বলা যায়। আমাদের টিম কম্বিনেশনে একটু সমস্যা হয়েছে। যদি স্থানীয় খেলোয়াড়রা একটু স্টেপ আপ করতো, তাহলে ১৪০/১৪৫ করলেও রশিদকে আমাদের ভিন্ন বোলিং অ্যাটাকে আনা যেতো। ’

কুমিল্লার দলপতি আরও যোগ করেন, ‘আমরা এটা কুলিয়ে উঠতে পারছিনা। কারণ আমাদের স্থানীয় খেলোয়াড়রা ফর্মে আসেনি, একই সঙ্গে বিদেশিরা চাপে আছে। আমরা দলের সঠিক কম্বিনেশন করতে পারছি না। ’

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।