ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিজয়কে দোষ দিচ্ছেন না তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, নভেম্বর ৮, ২০১৬
বিজয়কে দোষ দিচ্ছেন না তামিম ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের প্রথম ম্যাচেই অর্ধশতকের (৫৪) দেখা পেয়েছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। এ বাঁহাতি ওপেনারের ৩৮ বলের ওই ইনিংসেই ১৬১ রানের লড়াকু পুঁজি পায় চিটাগাং। বোলাররা ১৩২ রানে আটকে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

ঢাকা: বিপিএলের প্রথম ম্যাচেই অর্ধশতকের (৫৪) দেখা পেয়েছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। এ বাঁহাতি ওপেনারের ৩৮ বলের ওই ইনিংসেই ১৬১ রানের লড়াকু পুঁজি পায় চিটাগাং।

বোলাররা ১৩২ রানে আটকে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় কিনা রান আউটের স্মৃতি পোড়াচ্ছে না তামিমকে। ব্যাট হাতে মিরপুরের ২২ গজে আজ দারুণভাবেই ব্যাট চালাচ্ছিলেন তামিম। ইনিংসটা আরও বড় করতে পারতেন অনায়াসেই। কিন্তু এনামুল হক বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েন তামিম।

স্ট্রাইক প্রান্তে থাকা এনামুল হক বিজয় মোহাম্মদ শরীফের করা বলটি অন সাইডে পুশ করলে দুই রানের কল দেন উভয় ব্যাটসম্যানই। এক রান সম্পূর্ন হওয়ার পর ‘নো’ কল করেন এনামুল। দুই রান নিশ্চিত হবে ভেবে দৌড় থামাননি তামিম। অপর প্রান্তে বিজয় নিথর দাঁড়িয়েই রইলে নাজমুল হোসেন শান্ত’র থ্রোতে রান আউট হন তিনি। বিজয়ের উপর বিরক্তি দেখিয়ে প্যাভিলিয়নে ফেরেন দেশসেরা এ ওপেনার।


 
ম্যাচ শেষে তামিম অবশ্য বিজয়কে দোষারোপ করেননি, ‘রান আউট হয়ে গেছি আর কি… আমি নিশ্চিত এটা ও (বিজয়) নিজেও ইচ্ছা করে করেনি। আমি মনে করেছিলাম ওটা ২ রান হয়ে যেত। এটা ক্রিকেটে আসলে হবেই। আগামী ১০ ম্যাচে হয়তো আরও পাঁচবারও হতে পারি। আমি নিশ্চিত ওর ইনটেনশন ঠিক ছিল আমারও ঠিক ছিল। মিস কমিউনিকেশনের কারণে ভুল হয়ে গেছে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।