ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের লিডের পাহাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, নভেম্বর ২, ২০১৬
লঙ্কানদের লিডের পাহাড় ছবি: সংগৃহীত

ঢাকা: হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ৪১১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ছয় উইকেটে ২৪৭।

যদিও ইনিংস ঘোষণা করেনি সফরকারীরা। পঞ্চম ও শেষ দিনের শুরুতেই তা হতে পারে।

স্কোর: শ্রীলঙ্কা - ৫৩৭ ও ২৪৭/৬ (৬১.৫ ওভার)
জিম্বাবুয়ে - ৩৭৩

প্রথম ইনিংসে অর্ধশতকের (৫৬) পর এবার সেঞ্চুরির দেখা পেয়েছেন দিমুথ করুনারাত্নে। ১১০ করে মাঠ ছাড়েন লঙ্কান ওপেনার। মিডলঅর্ডারে নামা ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ৬৪। আসিলা গুনারাত্নে ১৬ ও দিলরুয়ান পেরেরা ১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। চারটি উইকেটই তুলে নেন জিম্বাবুইয়ান উঠতি পেসার কার্ল মুম্বা। বাকি দু’টি নেন ক্রিস এমপুফু ও ম্যালকম ওয়ালার।

এর আগে প্রথম ইনিংসে লঙ্কানদের ৫৩৭ রানের বিশাল সংগ্রহের জবাব ৩৭৩ রানে অলআউট হয় স্বাগতিকরা। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে ১০২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার। এছাড়া তিনো মায়োইয়ো ৪৫, হ্যামিল্টন মাসাকাদজা ৩৩, পিটার মুর ৭৯ ও ডোনাল্ড তিরিপানো ৪৬ রান করে আউট হন।

সুরাঙ্গা লাকমাল ও রঙ্গনা হেরাথ তিনটি করে উইকেট লাভ করেন। দিলরুয়ান পেরেরা দু’টি আর একটি করে নেন লাহিরু কুমারা ও কুশল মেন্ডিস।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।