ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শারজাহ টেস্টে ক্যারিবীয় বোলারদের দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, অক্টোবর ৩১, ২০১৬
শারজাহ টেস্টে ক্যারিবীয় বোলারদের দাপট ছবি:সংগৃহীত

ঢাকা: শারজাহ টেস্টের প্রথম দিনে মাঠে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান।

দিন শেষে আট উইকেট হারিয়ে ২৫৫ করে মিসবাহ বাহিনী।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরুটা ভালো করতে পারেনি তারা প্রথম ওভারেই আজহার আলী ও আসাদ শফিকের উইকেট হারায় তারা। তবে পরবর্তী উইকেটগুলোতে যথারীতি রান আসে।

সর্বোচ্চ ৭৪ রানে আউট হন ওপেনার সামি আসলাম। ৫৩ রান করেন অধিনায়ক মিসবাহ। ইউনিস খান ও সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে সমান ৫১ রান।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান দেবেন্দ্র বিশু। আর তিনটি উইকেট লাভ করেন শেনন গ্যাব্রিয়েল। রোস্টন চেজ নেন একটি উইকেট।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।