ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সবখানে এখন ‘সাকিব স্যালুট’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৩, অক্টোবর ৩১, ২০১৬
সবখানে এখন ‘সাকিব স্যালুট’

ঢাকা: জয়ের পাশাপাশি যেন ‘সাকিব স্যালুটে’ ভাসছে পুরো দেশ!  এ যেন সাকিব ব্র্যান্ড অব কোম্পানির নতুন এক ব্র্যান্ড!

ইংলিশদের বিপক্ষে রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের দিনের শেষ বেলায়, বেন স্টোকসকে বোল্ড করার পর অনেকটা ‘বিদ্রুপ’ করেই স্যালুট করে বসেন সুপার সাকিব। সেই ‘স্যালুট’ এখন কেবলই ভাইরাল! সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপে চুমুকের আগে সবখানেই এই স্যালুট।

অনেকে মন্তব্য করেছেন, ‘হেরে এবার যাওয়ার পালা আপনাদের, আবার আসবেন, স্যালুট’!

শুধু তাই নয়, অনেকে সাকিব ভঙ্গিতে এমন স্যালুট দিয়ে ফেসবুকে প্রোফাইল ছবি পরিবর্তন শুরু করেছেন। এভাবেই অসংখ্য ফেসবুক ব্যবহারকারী হয়তো প্রোফাইলে নয়তো অ্যালবাম খুলেছেন এমন ছবিতে।

এর আগেও গ্রানাডায় এই স্টোকসকে স্যালুট গ্রহণ করতে হয়েছে। যা দেন ক্যারিবীয় অলরাউন্ডার স্যামুয়েলস। মূলত স্যামুয়েলসকে উত্ত্যক্ত করার প্রতিবাদে স্টোকসকে আউট করে এ স্যালুট দেওয়া হয়েছিল। ‌

স্টোকসের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্ক মোটেও সুবিধার নয়। টেস্টে শুধু কথা কাটাকাটিই নয়, এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বেশ বিবাদ হয়েছিল দুই দলের ক্রিকেটারদের মধ্যে। ওয়ানডে অধিনায়ক জস বাটলারের আউট উদযাপন করতে গিয়ে জরিমানাও গুনতে হয়েছে মাশরাফি ও সাব্বিরকে।  

তারপর আবারও তামিমের সঙ্গে লেগে যায় স্টোকসের। সাকিব এসে সেই বিবাদ মেটান। প্রিয়বন্ধু তামিমের হয়েই হয়তো এই মধুর খোঁচাটা শেষ সময়ে দিয়ে রাখলেন সাকিব।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আইএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।