ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

উইকেটে ‘আহামরি’ কিছু দেখছেন না মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, অক্টোবর ২৯, ২০১৬
উইকেটে ‘আহামরি’ কিছু দেখছেন না মিরাজ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: চট্টগ্রাম টেস্টের মতো ঢাকা টেস্টেও আলোচনায় উইকেট। মাঠের বাইরে থেকে ধরে নেয়া হচ্ছে, দ্বিতীয় টেস্টে মিরপুরের উইকেট ব্যাটসম্যানদের মৃত্যুফাঁদ।

এখানে ব্যাটিং করা খুবই কঠিন!

আসলেই কী তাই? প্রথম ইনিংসে ইংল্যান্ডের ছয় উইকেট তুলে নেয়া মেহেদি হাসান মিরজের তেমনটা মনে হচ্ছে না। এ অফস্পিনারের মতে, ‘উইকেটটা যে খারাপ হচ্ছে তেমন কিছু না। আমাদের ব্যাটসম্যানরা আজকে ভালো ব্যাটিং করেছে, খুব ভালোভাবেই হ্যান্ডেল করেছে পরিস্থিতি। আমার কাছে মনে হয় না বল খুব বেশি টার্ন করছে। যদি একটু ফোকাস রাখা যায় তাহলে আশা করা যায় ব্যাটিংয়ে ভালো কিছু করা যাবে এই উইকেটে। ’

মিরাজের কথার সত্যতা মেলে তিনটি ইনিংসে তিনটি জুটির দিকে তাকালে। গতকাল প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও মুমিনুল হক গড়েন ১৭০ রানের জুটি। তারা যতক্ষণ উইকেটে ছিলেন খেলেছেন সাবলীলভাবেই।  

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৪৪ রানে আট উইকেট পড়ে গেল। সেখান থেকে আদিল রশিদ ও ক্রিস ওকসের ৯৯ রানের জুটি গড়ে স্বীকৃত ব্যাটসম্যানদের লজ্জায় ফেলেন।

এরপর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের তৃতীয় উইকেটে ইমরুল-মাহমুদউল্লাহ জুটির ৮৭ রান করতেও তেমন বেগ পেতে হয়নি।
** বিস্ময়ের-নাম-মিরাজ

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।