ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

লর্ডস টেস্টের ইংলিশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, জুলাই ৮, ২০১৬
লর্ডস টেস্টের ইংলিশ দল ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির দল ঘোষণা করেছে ‍ইংল্যান্ড। প্রথমবারের মতো ইংলিশ স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার টবি রোলান্ড জোনস।

ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স।

 

লর্ডসে আগামী ১৪ জুলাই টেস্ট সিরিজ শুরু হবে। এই ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় ছয় বছর পর টেস্টে প্রত্যাবর্তনের অপেক্ষায় পাকিস্তানের পেস তারকা মোহাম্মদ আমির। ২০১০ সালে এই মাঠেই স্পট ফিক্সিংয়ের দায়ে তাকে সব ধরনের ক্রিকেটে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি।

ইনজুরির কারণে বেন স্টোকস ও জেমস অ্যান্ডারসনকে ছাড়াই লর্ডস টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড।   ১২ সদস্যের দলে জায়গা হয়নি জস বাটলারের।

ইংল্যান্ড স্কোয়াড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), অ্যালেক্স হেলস, জো রুট, গ্যারি ব্যালান্স, জেমস ভিঞ্চি, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস উকস, স্টুয়ার্ট ব্রড, জেক বল, স্টিভেন ফিন, টবি রোনাল্ড জোনস।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ