ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

পেরেরাকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, জুলাই ৩, ২০১৬
পেরেরাকে ক্ষতিপূরণ দেবে আইসিসি কুসাল পেরেরা-ছবি:সংগৃহীত

ঢাকা: ডোপ টেস্টে পজিটিভ হওয়া শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুসাল পেরেরাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল । তবে পরীক্ষাটি ভুল প্রমাণীত হওয়ায় পরবর্তীতে আবারো ফিরিয়ে আনা হয় তাকে।

কিন্তু বাঁহাতি এ ব্যাটনম্যানের ওপর এমন শাস্তি আরোপ করায় তাকে ক্রিকেট বোডি ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে আইসিসি।

নিষেধাজ্ঞার ফলে লঙ্কানদের ২০১৫ সালের নিউজিল্যান্ড সফর করতে পারননি পেরেরা। চলতি বছরের মে মাসে পরিক্ষার ফলাফল ভুল প্রমাণীত হওয়ায় আবারও ফেরেন তিনি। পরে ইংল্যান্ড সফরের ওয়ানডেপ সিরিজে যোগ দেন তিনি।

স্কটল্যান্ডের এডিনবার্গে আইসিসি’র ‍বার্ষিক এক সভায় পেরেরাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়। পরে এক কর্মকর্তা বলেন, ‘পেরেরা নির্দোষ ছিল। তাই আইসিসি তাকে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ পাউন্ড দিচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ