ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

আমন্ত্রণ ছাড়া সংবাদ সংগ্রহে বিসিবির নিষেধাজ্ঞা!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, জুন ২৫, ২০১৬
আমন্ত্রণ ছাড়া সংবাদ সংগ্রহে বিসিবির নিষেধাজ্ঞা!

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত খোঁজ-খবর রাখেন দেশ-বিদেশের কোটি মানুষ। এজন্য বাংলাদেশের ক্রিকেটের খবরগুলো গুরুত্ব দিয়েই প্রকাশ ও প্রচার করে দেশের সংবাদমাধ্যমগুলো।

অথচ সংবাদকর্মীদের সংবাদ সম্মেলন কাভারে সংকুচিত মনোভাব দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

এখন থেকে বিসিবি’র আমন্ত্রণ ছাড়া শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ঢুকে কোনো সংবাদ সংগ্রহ করতে পারবেন না মিডিয়াকর্মীরা। শনিবার (২৫ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সংস্থাটির সভাপতি, বোর্ড পরিচালক এবং বিসিবির অফিসিয়াল কোনো বিষয়ে সংবাদ সংগ্রহের আগে বিসিবি থেকে আমন্ত্রণপত্র পাঠানো হবে। সেই পত্র ছাড়া কোনো মিডিয়া সংবাদ সংগ্রহ করতে পারবে না। তাছাড়া অনানুষ্ঠানিক সাক্ষাৎকার অথবা সংবাদ সম্মেলনকে অনুৎসাহিত করা হয়েছে।

এ বিষয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘আগে যেটা হতো কোনো সংবাদ সম্মেলন হলে তা সবার জন্য উন্মুক্ত থাকতো। কিন্তু এখন থেকে বিসিবি থেকে আমন্ত্রণপত্র পাঠানো হবে, যারা তা পাবেন না তারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন না। ’

হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত? এ প্রশ্নে বিসিবির মিডিয়া ম্যানেজার জানান, ‘আসলে বিসিবি অনেকদিন থেকেই এই বিষয়ে ভাবছিল। সেটাই এখন বাস্তবায়ন করার চেষ্টা চলছে। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২৫ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ