ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

অজিদের ১৫৭ রানের টার্গেট দিয়েছে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, মার্চ ২২, ২০১৬
অজিদের ১৫৭ রানের টার্গেট দিয়েছে টাইগাররা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেঙ্গালুরু থেকে: সুপার টেনের হাইভোল্টেজ ম্যাচে টাইগারদের ইনফর্ম ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে ১৫৭ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে লাল-সবুজরা।

অপরাজিত থাকা মাহমুদুল্লাহ রিয়াদ টাইগারদের হয়ে অসাধারণ ব্যাট করেন।

গ্রুপ ‘টু’ এর এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি দলপতি স্টিভেন স্মিথ। টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। তবে, ইনিংসের দ্বিতীয় ওভারে শেন ওয়াটসনের বলে বিদায় নেন সৌম্য। স্টাম্পের বেশ বাইরের বল পয়েন্টে হাঁকাতে গিয়ে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়ার আগে সৌম্য ৬ বলে মাত্র ১ রান করেন।

দলীয় দুই রানের মাথায় টাইগারদের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ফিরে গেলে উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন সাব্বির রহমান ও মিঠুন। স্কোরবোর্ডে আরও ২৩ রান যোগ করে শেন ওয়াটসনের বলে ফকনারের তালুবন্দি হয়ে বিদায় নেন সাব্বির। ইনিংসের ষষ্ঠ ওভারে আউট হওয়ার আগে সাব্বিরের ব্যাট থেকে আসে ১৭ বলে দুই চারে ১২ রান।

পাওয়ার প্লে থেকে টাইগারদের আসে দুই উইকেট হারিয়ে ৩৩ রান।

দলীয় ২৫ রানের মাথায় সৌম্য সরকার আর সাব্বির রহমান বিদায় নেওয়ার পর রানের চাকা ঘোরান সাকিব আল হাসান এবং ওপেনার মিঠুন। এ দুই টাইগার আরও ৩৭ রান যোগ করেন। ইনিংসের দশম ওভারে জামপা ফেরান মিঠুনকে। ওয়াটসনের তালুবন্দি হওয়ার আগে মিঠুন ২২ বলে একটি চার ও একটি ছক্কায় ২৩ রান করেন।

সৌম্য, সাব্বির আর মিঠুনের পর ১০ বলে ১৩ রান করে জামপার বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন শুভাগত হোম। দলীয় ৭৮ রানের মাথায় বাংলাদেশ চতুর্থ উইকেট হারায়।

ইনিংসের ১৬তম ওভারে জামপার বলে কোল্টার-নাইলের হাতে ক্যাচ তুলে দেন সাকিব। আউট হওয়ার আগে বিশ্বসেরা এই অলরাউন্ডার ২৫ বলে তিনটি চার আর একটি ছক্কায় করেন ৩৩ রান।

দলীয় ১০৫ রানে টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে স্কোরবোর্ডে লড়াইয়ের পুঁজি গড়তে হাত খুলে খেলতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এই দুই টাইগার ২৮ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ভালো সংগ্রহ পাইয়ে দেন। রিয়াদ ২৯ বলে ৭টি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ৪৯ রান। আর মুশফিক ১১ বলে দুটি চারের সাহায্যে করেন অপরাজিত ১৫ রান।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামে দুই দল। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির জায়গায় দলে আসেন সাকলাইন সজীব ও শুভাগত হোম। তামিম অসুস্থ থাকায় খেলছেন না এই ম্যাচে। তার জায়গায় দলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো আসেন মুস্তাফিজুর রহমান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া উভয় দলই হার মানে। ফলে দু’দলের জন্যই এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কলকাতায় বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫৫ রানে হারে। অন্যদিকে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ রানে পরাজিত হয় অজিরা।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, আল-আমিন হোসেন, শুভাগত হোম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, ও সাকলাইন সজীব।

অস্ট্রেলিয়া একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, জন হ্যাস্টিংস, উসমান খাজা, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল (উইকেটরক্ষক), শেন ওয়াটসন ও অ্যাডাম জাম্পা।
 



বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।