ঢাকা: আইসিসিরি চেয়ারম্যান যিনি হবেন তিনি কোনো বোর্ডকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। যেদিনই কোনো বোর্ড প্রেসিডেন্ট আইসিসির চেয়ারম্যান হবেন সেদিনই তাকে সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আইসিসি সভায় আলোচিত এজেন্ডা সম্পর্কে জানাতে গিয়ে পাপন আরও বলেন, ‘আইসিসি’র অন্তর্ভুক্ত নিচের সারির দলগুলোর জন্য ভারত আইসিসি থেকে আয়ের ৬ ভাগ ছেড়ে দেবে। আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর মনে করছেন যে, তাতে ছোট ছোট দেশগুলো উপকৃত হবে। সেই প্রেক্ষিতে তারা আয়ের কিছু শতাংশ ছেড়ে দেয়ার কথা ভাবছেন। যদি তাদের বোর্ড তাতে নৈতিক সম্মতি দেয়। ’
এছাড়াও এই সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে আর সেটি হলো, এখন থেকে এক্সকো’র স্থায়ী সদস্য পদ উন্মুক্ত করে দেয়া হবে। যা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হবে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ৬ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর


 
                                                     
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                