ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের জয়ে উৎসবের নগরী খুলনা

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, জানুয়ারি ১৭, ২০১৬
টাইগারদের জয়ে উৎসবের নগরী খুলনা ছবি: মানজারুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: নিজেদের মাঠে টাইগারদের পরপর দু‘টি জয়ে ক্রিকেটপ্রেমীদের বাধভাঙা উল্লাসে খুলনা যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দ্বিতীয় খেলায় বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর আতশবাজির রঙে রঙিন হয়ে ওঠে খুলনার আকাশ।



রোববার (১৭ জানুয়ারি) ‘ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে-২০১৬ পাওয়ার্ড বাই মার্সেল’র দ্বিতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৪২ রানে উড়িয়ে দেয় লাল-সবুজের বাহিনী।

জয় নিশ্চিত হতেই স্টেডিয়াম থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের কর‍া হয়। শুরু হয় আতশবাজির খেলা। আনন্দ-উল্লাস-উচ্ছ্বাসে মেতে ওঠেন ক্রিকেটপ্রেমীরা।

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও দ্বিতীয়টিতে জয় পাওয়ায় সবাই যেন আনন্দে আত্মহারা। সেইসঙ্গে প্রত্যাশা, জয়ের এ ধারাবাহিকতা যেনো অব্যাহত থাকে সিরিজের বাকি দু’টি ম্যাচেও।
 
** পুলিশ ভাই মায়া নাই !

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।