ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

গেইল-আফ্রিদি ম্যাচে দর্শকে পূর্ণ গ্যালারি

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, ডিসেম্বর ৬, ২০১৫
গেইল-আফ্রিদি ম্যাচে দর্শকে পূর্ণ গ্যালারি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: এবারের বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্বে দর্শক ফিরেছে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। পুরো স্টেডিয়ামই দর্শকে ঠাসা।

মাঠের প্রায় প্রতিটি গ্যালারিই দর্শকে থৈ থৈ করছে। এর আগে ঢাকার প্রথম পর্বের খেলায় দর্শক খরা গেলেও দ্বিতীয় পর্বে এসে প্রথম দিন তা একেবারেই নেই।

রোববার (৬ ডিসম্বর) বিপিএলের এবারের আসরের ২১তম ম্যাচে সিলেট সুপারস্টারস ও বরিশাল বুলসের মধ্যকার ম্যাচে দর্শকদের এমন দৃশ্যই ধরা পড়লো।

এই ম্যাচে এত বেশি দর্শক উপস্থিতির কারণ হিসেবে স্টেডিয়ামের গেটে কয়েকজন দর্শককে জিজ্ঞেস করা হয়েছিল। তারা বললেন, এই ম্যাচে দুই দলেই দুই টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল ও শহীদ আফ্রিদি খেলছেন, তাই দর্শক সংখ্যা বেশি।
 
দিনের প্রথম ম্যাচে ক্রিস গেইল খেলছেন বরিশাল বুলসের হয়ে আর শহীদ আফ্রিদি খেলছেন সিলেট সুপারস্টারসের হয়ে।

স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম দিকের গ্যালারি পরিপূর্ণ। তবে, শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মোস্তাক স্ট্যান্ডের কিছু সংখ্যক আসন ফাঁকা। আর ভিআইপি গ্র্যান্ডস্ট্যান্ডেরও অল্প সংখ্যক আসন খালি পড়ে ছিলো।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ০৬ ডিসেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।