ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

মিরপুর মাতাবেন রুনা, সাবিনা, হৃতিক ও জ্যাকুলিন

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, অক্টোবর ১৪, ২০১৫
মিরপুর মাতাবেন রুনা, সাবিনা, হৃতিক ও জ্যাকুলিন

ঢাকা: জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। ২০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক আলোঝলমলে পরিবেশের মধ্য দিয়ে এবারের বিপিএল যাত্রা শুরু করবে বলে জানালেন, বিপিএল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।



বুধবার (১৪ অক্টোবর), দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল নিয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এদেশর সংস্কৃতিপ্রেমিদের জন্য এমন বার্তা দিলেন ইসমাইল হায়দার।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে এই সংগঠক জানান, অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে সংগীত পরিবেশনের জন্য প্রাথমিক ভাবে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও মমতাজকে তাঁরা বিবেচনায় রেখেছেন। তবে এরমধ্যে একজনকে খুব শিগগিরই চুড়ান্ত করা হবে। এদিকে, ব্যান্ডের হয়ে সংগীত পরিবেশনের তালিকায় আছে এলআরবি ও চিরকুটের নাম।

অনুষ্ঠানকে গ্ল্যামারাস করে তুলতে ভারত থেকে হৃতিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ উড়ে আসছেন বলেও জানালেন, ইসামাইল হায়দার মল্লিক।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিপিএল গভনিং বডির সদস্য শেখ সোহেল।

বাংলাদেশ সময় ১৬৩৮ ঘন্টা, ১৪ অক্টোবর, ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।