ঢাকা, বৃহস্পতিবার, ১৪ কার্তিক ১৪৩২, ৩০ অক্টোবর ২০২৫, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

সাকিব- মুস্তাফিজুরদের খেলায় বৃষ্টির বাগড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, সেপ্টেম্বর ১৮, ২০১৫
সাকিব- মুস্তাফিজুরদের খেলায় বৃষ্টির বাগড়া ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বৃষ্টি হানা দিয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যকার খেলায়। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবারের (১৮ সেপ্টেম্বর) এ খেলায় ২টা ১৫ মিনিটে চা-বিরতি দেওয়া হলে বৃষ্টি শুরু হয়।

এ কারণে বিরতি শেষ হওয়ার পরও খেলা শুরু হচ্ছে না। তবে, বৃষ্টি বন্ধ হলেই খেলা শুরু হবে।

দেশের চারটি ভেন্যুতে একযোগে শুরু হয়েছে এনসিএল খেলা। ঢাকা ও খুলনা বিভাগের খেলা শুরু হয়েছে শেখ আবু নাসের স্টেডিয়ামে।

সকাল সাড়ে ৯টায় টসে জিতে ব্যাটিংয়ে ঢাকা বিরতির আগ পর্যন্ত সংগ্রহ করেছে ৫৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান। এর মধ্যে খুলনার তরুপের তাস মুস্তাফিজুর রহমান নিয়েছেন দু’টি উইকেট। আর সাকিব আল হাসান, আবদুর রাজ্জাক ও রাকিবুল ইসলাম রবি নিয়েছেন একটি করে উইকেট।

স্বাগতিক সমর্থকরা আশা করছেন, দলের বোলারদের গতি-ঘূর্ণিতে দ্রুতই গুটিয়ে যাবে অতিথি দল। তবে, সেজন্য তারা বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছেন।

শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আবদুস সাত্তার কচি বাংলানিউজকে জানিয়েছেন, বৃষ্টি শেষ হলেই খেলা শুরু হবে বলে আশা করা যাচ্ছে। কারণ, খুলনার মাঠে বৃষ্টির তেমন একটা প্রভাব পড়ে না। দ্রুতই মাঠ শুকিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে।

খেলায় খুলনা দলের হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ছাড়াও লড়ছেন আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, তুষার ইমরান, জিয়াউর রহমান, রবিউল ইসলাম, মেহেদী হাসান, কাজী নুরুল হাসান, এনামুল ইসলাম, নাজমুস সাদাত ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এমআরএম/এইচএ/

** খুলনা স্টেডিয়ামের গ্যালারিজুড়ে মুস্তাফিজুর বন্দনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।