ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ঘূর্ণিতে অসহায় ব্রিসবেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, জানুয়ারি ১৩, ২০১৫
সাকিবের ঘূর্ণিতে অসহায় ব্রিসবেন সাকিব আল হাসান

ঢাকা: অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টির আসর বিগ ব্যাশে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে অসাধারণ বোলিং করলেন সাকিব আল হাসান। টসে জিতা মেলবোর্ন রেনেগার্ডস প্রতিপক্ষ ব্রিসবেন হেটকে ব্যাটিংয়ে পাঠালে দলটি সাকিবের ঘূর্ণি জাদুতে কুপকাত হয়ে যায়।



এদিন দলীয় পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। আর নিজের দ্বিতীয় ও তৃতীয় বলেই পরপর দুটি উইকেট পেয়ে সম্ভাবনা জাগান হ্যাটট্রিকের। পরে নিজের দ্বিতীয় ওভারে আরো একটি উইকেট পাওয়া এ শীর্ষ অলরাউন্ডার নিজের শেষ ওভারে আরো একটি উইকেট পান। তার বোলিং ফিগারটি ছিল চার ওভারে ১৩ রানের বিনিময় চার উইকেট।

সাকিবের এ অসাধারণ বোলিংয়ে ব্রিসবেন শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান করতে সমর্থ হয়। মেলবোর্নের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন জেমস প্যাটিনসন।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।