ঢাকা: আবু মোহাম্মদ হুমায়ন মোরশেদকে বিসিবি’র দুর্নীতি দমন পরিষদের প্রধান করা হয়েছে। তিনি একজন অবসর প্রাপ্ত মেজর।
সম্প্রতি আইসিসি’র কাঠামো অনুযায়ী বিসিবি বোর্ডের দুর্নীতি দমন পরিষদ ও নিরাপত্তা পরিষদকে ভাগ করে। এই দুটি পরিষদ আগে একটি গ্রুপের অধিনস্ত ছিল।
আগামী ১০ অক্টোবর ঢাকা প্রিমিয়ার লিগের মধ্যদিয়ে নিজের কাজ শুরু করবেন মোরশেদ। এই পরিষদটি শুধুমাত্র দেশের ঘরোয়া লিগে নজরদারি করে থাকে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘন্টা, ২ সেপ্টেম্বর ২০১৪


 
                                                     
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                