সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে নিউজিল্যান্ডকে ১২৮ রানে বেধে দিয়েছিল অস্ট্রেলিয়া। বিনিময়ে ৮ উইকেট হারায় ব্ল্যাক ক্যাপরা।
লক্ষ্য পেয়ে খেলতে নেমে ১৪ রানের মধ্যে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। এলিসে হিলি ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলের ৪৫ রানের জুটিতে আবারও পথে ফিরেছিল তারা। হিলি ৪১ বলে চারটি চারে সর্বোচ্চ ৪১ রান করেন।
৩১ রানের মধ্যে আরও তিন উইকেট হারিয়ে ফেললেও ব্ল্যাকওয়েলের ব্যাটে অসিদের জয়ের স্বপ্ন টিকে ছিল। এই মিডল অর্ডার দ্বিতীয় সেরা ৩১ রানে আউট হন।
শেষ ওভারে দুটি উইকেট হাতে রেখে ছয় বলে ১০ রান দরকার ছিল অসিদের। প্রথম তিন বলেই দুই রানের বিনিময়ে গুটিয়ে যায় তারা।
এর আগে টস জিতে ফিল্ডিং নিয়ে নিউজিল্যান্ড ব্যাটারদের এলবিডব্লু’র ফাঁদে ফেলেছিল অসি বোলাররা। রোববার সিলেট স্টেডিয়ামের মাঠে প্রথম পাঁচজনের চারজনই ব্যাটে প্যাডে লেগে আউট।
ব্যক্তিগত পাঁচ রানে অধিনায়ক সুজি বেটস দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন। দলের স্কোরও একই, জেস জোনাসেনের ঘূর্ণিতে এলবিডব্লু তিনি।
২২ রানের জুটি গড়ে সারা ম্যাকগ্লাশান (১৫) একইভাবে আউট সারাহ কোয়তের বলে। এই ডানহাতি মিডিয়াম পেসার নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটার হিসেবে এলবিডব্লুতে সাজঘরে ফেরান ওপেনার ফ্রাঙ্কের ম্যাককেকে (২৫)।
জোনাসেন অবশ্য তার দ্বিতীয় শিকারটি পেয়েছেন রাচেল প্রিয়েস্টকে ওসবোর্নের ক্যাচ বানিয়ে।
পঞ্চমটিও এলবিডব্লু, কেটি পারকিন্সকে ৩১ রানে আউট করেন রেনে ফারেল। নিকোলা ব্রাউন দ্বিতীয় সেরা ২৯ রানে শেষ ওভারে বোল্ড হন এলিস পেরির কাছে। একই ওভারে আরও দুটি উইকেটের পতন ঘটে রান আউটে। কেটি মার্টিন ১৫ রানে ও ম্যাডি গ্রিন রান আউট হন।
ম্যাচে একমাত্র ছক্কাটি মেরেছেন নিকোলা ব্রাউন।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৪


 
                                                     
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                