মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে হলে ১৯২ রান সংগ্রহ করতে হবে অস্টেলিয়াকে। 
পাক ব্যাটসম্যানদের অল্প রানে বেঁধে ফেলার লক্ষ্যে টসে জিতে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অসি অধিনায়ক জর্জ বেইলি।                     
এর আগে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শতক হাঁকানোর কাছে গিয়েও বঞ্চিত হন হার্ডহিটার উমর। নার্ভাস নাইনটিসের শিকার হওয়ার আগে অসি বোলারদের তুলোধুনো করে মাত্র ৫৪ বলে ৯৪ রানের ঝড়ো ইনংস খেলেন তিনি।
তার ব্যাটেই এগিয়েছে পাকিস্তানের রানের চাকা। ২৫ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলার পর দল খানিকটা চাপে থাকার মুহূর্তেও ক্রিজে নেমে পরিস্থিতি সামলে দুর্দান্তভাবে অর্ধশতক হাঁকান উমর। তাকে যোগ্য সঙ্গ দেন ভাই কামরান আকমল ও শহীদ আফ্রিদি।
সবগুলো ওভার খেলে ১৯১ রান সংগ্রহ করা পাকিস্তানকে উইকেট খোয়াতে হয়েছে ৫টি।
মাত্র ৫ রান করতেই কাটার-নিলের বলে স্ট্যাম্প উড়ে যায় মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মাকসুদের। এর আগে, উমর আকমলকে যোগ্য সঙ্গ দিয়ে কাটার-নিলের বলেই ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার কামরান আকমল (৩১)।
দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শেহজাদ ও পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ হাফিজ যথাক্রমে দলীয় ৭ ও ২৫ রানের মাথায় ফিরে গেলে খানিকটা ধীরগতি নেয় পাকিস্তানের রানের চাকা। তবে ওপেনার কামরান আকমল ও টু ডাউনে খেলতে নামা তার ভাই উমর আকমলের ব্যাটে পরিস্থিতি কিছুটা সামলাবার চেষ্টা করে পাকিস্তান। প্রথমে পরিস্থিতি সামাল দিলেও পরবর্তী সময়ে খোলস ছেড়ে বেরিয়ে আসেন উমর।
শেন ওয়াটসনের দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে পাক অধিনায়ক হাফিজের ব্যাট থেকে আসে ১৩ রান (১০)।
ম্যাচের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই ওপেনার আহমেদ শেহজাদকে (৫) হারায় পাকিস্তান। তাকে ফিরিয়েছেন অসি বোলার বলিঞ্জার। নিজের করা বলেই শেহজাদের ক্যাচ নেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ এটি, প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল তারা। অপরদিকে প্রথমবারের এবারের আসরের ম্যাচ খেলছে অসিরা।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪
**শতক বঞ্চিত উমর আকমল
**উমর আকমলের ব্যাটে এগোচ্ছে পাকিস্তানের রানের চাকা
**উমর আকমলের অর্ধশতক, ফিরলেন কামরান
**সামলাচ্ছেন আকমল ভাইয়েরা
**বোল্ড হয়ে সাজঘরে হাফিজ
**শেহজাদকে ফেরালেন বলিঞ্জার
**টসে জিতে ফিল্ডিংয়ে অসিরা
**আজমল-ওয়ার্নার যুদ্ধ


 
                                             
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                