চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: কিউইদের সামনে লড়াকু টার্গেট ছুড়েঁ দিলো ইংলিশরা।  
নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম টসে জিতে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অল্প রানে গুটিয়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও শেষ পর্যন্ত ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোরই গড়তে সমর্থ হলো ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।                     
লড়াকু এই স্কোর গড়তে ইংলিশদের উইকেট খরচ করতে হয়েছে ৬টি। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওয়ানডাউনে খেলতে নামা মইন আলী। ২৩ বলে ৩৬ রান সংগ্রহ করেছেন তিনি। ৩৩ রান করেছেন মাইকেল ল্যাম্ব। এছাড়া, ৩২ ও ২৪ করেছেন যথাক্রমে বাটলার ও বোপারা।
কিউইদের পক্ষে দুই উইকেট নিয়েছেন কোরি অ্যান্ডারসন। একটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককুলাম ও কাইল মিলস।
দলের জয়ের জন্য নিউজিল্যান্ডের পক্ষে মাঠে নেমেছেন মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, ব্রেন্ডন ম্যাককুলাম, রস টেইলর, কলিন মুরনো, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, নাথান ম্যাককুলাম, টিম সাউদি, কাইল মিলস ও মিচেল ম্যাকক্লেনাঘান।
ইংল্যান্ড দলে খেলছেন, মাইকেল ল্যাম্ব, অ্যালেক্স হেল, মঈন আলী, ইয়ন মরগান, জোস বাটলার, টিম ব্রেসনান, রবি বোপারা, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড, জেমস ট্রেডওয়েল ও জেড ডার্নবাখ।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
** ফিরলেন বাটলার-জর্ডান 
** ইংলিশদের চেপে ধরার চেষ্টা কিউইদের 
** সাজঘরে মইন-ল্যাম্ব
** মইন আলীর ব্যাটে চড়ে ইংলিশদের অর্ধশতক 
** অ্যান্ডারসনের দুর্দান্ত ক্যাচে ফিরলেন অ্যালেক্স
** টসে জিতে ফিল্ডিংয়ে কিউইরা 


 
                                             
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                