ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিশ্বকাপে অনিশ্চিত রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, মার্চ ২২, ২০১৪
বিশ্বকাপে অনিশ্চিত রুবেল হোসেন রুবেল হোসেন

ঢাকা: সুপার টেনে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের পেসার রুবেল হোসেনের। হংকংয়ের বিপক্ষে খেলার তৃতীয় ওভারে শর্ট থার্ডম্যানে ডাইভ দিয়ে একটি ক্যাচ নিতে গিয়ে ডান হাতের আঙ্গুলে চোট পান।



দলের ফিজিও বিভব সিং জানিয়েছেন বল করার মতো অবস্থায় নেই রুবেলের ডান হাতের আঙ্গুল। একটি সূত্র থেকে জানা গেছে রুবেলের পরিবর্তে জিয়াউর রহমান অথবা তাসকিন আহমেদের অন্তর্ভুক্তির জন্য আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে অনুমোদন করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘন্টা, ২২ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।