ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ফাফ ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, মার্চ ২২, ২০১৪
ফাফ ডু প্লেসিস

টি-টোয়েন্টি ম্যাচে দ: আফ্রিকার নির্ভরতার প্রতীক বলা যায় ফাফ ডু প্লেসিসকে। ৩০ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৭ টি।

৩৫.২৩ ব্যাটিং এভারেজে তার মোট রান ৪৫৮। ফাফ ডু প্লেসিস এর ইনিংস সেরা ৮৫ রান রয়েছে। ১২১.৮০ স্ট্রাইক রেটে রয়েছে ৪১ টি চার আর ১৩ টি ছয়ের মার। ক্ষুদ্র ফরম্যাটের এই ব্যাটিং জিনিয়াসের মাত্র ১৭ ম্যাচেই রয়েছে চারটি অর্ধ-শতক। যার তিনটিই হয়েছে এশিয়া মহাদেশের মাটিতে। প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না হলেও সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৬৮.৪২। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার ব্যাট জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘন্টা, ২২ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।