ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

‘স্বার্থের জন্য অন্যকে অসম্মানিত করা হচ্ছে’—বিসিবি নির্বাচন নিয়ে আকরাম খান 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, সেপ্টেম্বর ৮, ২০২৫
‘স্বার্থের জন্য অন্যকে অসম্মানিত করা হচ্ছে’—বিসিবি নির্বাচন নিয়ে আকরাম খান 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান বলেছেন, ব্যক্তিগত স্বার্থের চেয়ে ক্রিকেটের সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দায়িত্বে যে-ই আসুক, তিনি চান বাংলাদেশের ক্রিকেটের উন্নতি।

আজ সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘যে-ই আসুক—তামিম হোক বা বুলবুল—একজন আমার আত্মীয়, আরেকজন সহকর্মী। আমি চাই, বাংলাদেশের ক্রিকেটের যেন ভালো হয়। ’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় জিনিস হলো সম্মান। এখন দেখা যাচ্ছে, স্বার্থের জন্য একে অপরকে অসম্মান করা হচ্ছে। এটা সহ্য করার মতো নয়। ’

এদিকে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আকরাম খান। এর কারণ হিসেবে তিনি জানান, তামিম ইকবাল বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন বলেই এমন সিদ্ধান্ত।  

আকরামের ভাষায়, ‘তামিম আমার পরিবারের সদস্য, ছেলের মতো। ও যখন নির্বাচনে অংশ নিচ্ছে, তখন আমার মনে হয়েছে একই পরিবার থেকে দুইজনের না থাকাই ভালো। ’

অক্টোবরে বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন দুই সাবেক ক্রিকেট নক্ষত্র আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। এ নিয়ে ক্রিকেটমহল বেশ সরগরম।

এফএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।