অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবারের এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশার কথা শুনিয়েছেন। তার মতে, এবারের টুর্নামেন্ট হতে পারে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নিজেদের প্রমাণ করার টুর্নামেন্ট।
অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দলে নেই। হার্শার মতে, এখন লিটন দাসের নেতৃত্বে নতুন প্রজন্মের খেলোয়াড়দের এগিয়ে আসার সময় এসেছে। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দলের পরিবর্তন নিয়ে কথা বলেন ভোগলে।
তিনি বলেন, ‘সবসময় শ্রীলঙ্কা, আফগানিস্তান আর বাংলাদেশ একই গ্রুপে পড়ে। গ্রুপটা বেশ জমজমাট। আমি বাংলাদেশকে দেখছিলাম। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের যুগ পার হয়ে এটা তাদের বড় পরিবর্তন। লিটন দাসের নেতৃত্বে এই দল কীভাবে নিজেদের মেলে ধরে, সেটাই দেখার বিষয়। ’
বাংলাদেশকে এশিয়া কাপে ভালো করতে হলে তরুণ ক্রিকেটারদের পারফর্ম করতে হবে বলে মনে করেন ভোগলে। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে যদি বাংলাদেশ ভালো কিছু করতে চায়, তরুণদেরকে দুর্দান্ত পারফর্ম করতে হবে। তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিব- এদের বড় ভূমিকায় থাকতে হবে। রিশাদ হোসেন সম্পর্কে অনেক শুনেছি, মাঝেমধ্যে তার ভালো পারফরম্যান্সও দেখেছি। এই টুর্নামেন্টটা তার জন্যও গুরুত্বপূর্ণ। পারভেজ হোসেন ইমন আরেকজন, যাকে নিয়ে ক্রিকেট অঙ্গনে অনেক আলোচনা হচ্ছে। ’
তাওহীদ হৃদয়কে নিয়ে বেশ হতাশা ঝরল হার্শার মুখ থেকে। হৃদয়ের মধ্যে অনেক সম্ভাবনা থাকলেও এখনো প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে মনে করেন ভোগলে। তিনি বলেন, ‘হৃদয়কে পরবর্তী বড় তারকা হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু এখনও সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবে যারা তাকে কাছ থেকে দেখেছে, তারা তার অসামান্য প্রতিভার কথা জানে। ’
মূল স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ না থাকায় অবাক হয়েছেন ভোগলে। তিনি বলেন, ‘এটা ইন্টারেস্টিং যে একজন চমৎকার অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ দলে নেই। বাংলাদেশ একটা কঠিন গ্রুপে পড়েছে। কারণ শ্রীলঙ্কা ও আফগানিস্তান বেশ ভালো দল। ’
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
স্ট্যান্ড বাই:
সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
এফবি/এমএইচএম