ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

এশিয়া কাপে জায়গা না পেয়ে হতাশ শ্রেয়াস আইয়ার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, সেপ্টেম্বর ৮, ২০২৫
এশিয়া কাপে জায়গা না পেয়ে হতাশ শ্রেয়াস আইয়ার

ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের জায়গা হয়নি এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে। এই ক্রিকেটার অকপটে স্বীকার করেছেন, এশিয়া কাপের দলে সুযোগ না পাওয়াটা তাকে গভীরভাবে হতাশ করেছে।

 

চলতি আসরে নির্বাচকরা তরুণদের প্রতি আস্থা রেখেছেন। আর তাতে কপাল পুড়েছে আইয়ারের। এ নিয়ে হতাশ আইয়ার এক পডকাস্টে বলেন, ‘যখন জানেন আপনি দলে থাকার যোগ্য, এমনকি একাদশেও খেলার যোগ্য, অথচ বাদ পড়েন- তখন সেটা খুবই হতাশাজনক। নিঃসন্দেহে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়াটা আমাকে কষ্ট দিয়েছে। ’ 

তবে হতাশার মাঝেও দলকেই প্রাধান্য দিচ্ছেন আইয়ার। তিনি বলেন, ‘একই সময়ে যদি দেখি কোনো ক্রিকেটার ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে এবং সে কারণে জায়গা পেয়েছে, তাহলে তাকে সমর্থন করা ছাড়া ভিন্ন কিছু ভাবা যায় না। আসল ব্যাপার হলো দলের জয়। দল জিতলে সবার আনন্দ। ’

আইয়ারের বাদ পড়া নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। আইপিএলে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল তার। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের সাফল্যে অবদান রেখেছিলেন। কিন্তু এসব সত্ত্বেও নির্বাচকরা তাকে রাখেননি আসন্ন টুর্নামেন্টে।  

এশিয়া কাপে জায়গা না পেলেও থেমে নেই আইয়ার। ঘরোয়া ক্রিকেট এবং কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি রাখছেন ভবিষ্যতের সুযোগের জন্য। আইয়ার বলেন, ‘সুযোগ না পেলেও কাজ চালিয়ে যেতে হবে। শুধু যখন সবাই দেখছে তখন নয়, বরং যখন কেউ দেখছে না তখনও নিজের কাজ করে যেতে হবে। ’

ভারতের এশিয়া কাপ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), যশপ্রিত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা ও রিংকু সিং।

রিজার্ভ: প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সোয়াল।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।