ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজের অর্থ বন্যাদুর্গতদের দান করবেন সালমান ও শাহিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, সেপ্টেম্বর ৮, ২০২৫
ত্রিদেশীয় সিরিজের অর্থ বন্যাদুর্গতদের দান করবেন সালমান ও শাহিন

শারজাহতে আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পাকিস্তান দলের দুই তারকা ক্রিকেটার। অধিনায়ক সালমান আলি আগা ঘোষণা দিয়েছেন, তিনি ও পেসার শাহিন শাহ আফ্রিদি এই সিরিজ থেকে প্রাপ্ত অর্থ দান করবেন বন্যাদুর্গতদের সহায়তায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সালমান লিখেছেন, ‘এখন আমাদের দেশ কঠিন সময় পার করছে। আমি ও শাহিন আফ্রিদি ত্রিদেশীয় সিরিজের আয়ের পুরোটা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দান করব। আমাদের তারকাদেরও আহ্বান জানাই বন্যাদুর্গতদের পুনর্গঠনে সাহায্য করুন। ’

দেশজুড়ে ভয়াবহ বন্যায় এক অশান্ত সময় পার করছে পাকিস্তান। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) তথ্য অনুযায়ী, জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমি বন্যায় প্রাণ গেছে ৯০০ জনেরও বেশি মানুষের। পাঞ্জাবের অন্তত ১ হাজার ৪০০ গ্রাম প্লাবিত হয়েছে, গৃহহীন হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।  

এই কঠিন সময়ে পাকিস্তান দল মাঠে লিখেছে সাফল্যের গল্প। রোববার শারজাহতে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগান ব্যাটিং লাইনআপ গুটিয়ে যায় মাত্র ৬৬ রানে।

ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করেন স্পিনার মোহাম্মদ নওয়াজ। তার ঝলমলে বোলিং ফিগার ৫/১৯ গুঁড়িয়ে দেয় আফগানিস্তানকে। ইনিংসে তিনি তুলে নেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। এর আগে পাকিস্তানের ব্যাটিং কিছুটা ভুগলেও শেষ পর্যন্ত দলকে ১৪১-৮ এ নিয়ে যান সালমান (২৪ বলে ২৭) ও নওয়াজ (২১ বলে ২৫)। এরপর বল হাতে নওয়াজের ম্যাজিকই এনে দেয় বড় জয়।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।