ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশকে সুপার ফোরে দেখছেন না রাসেল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, সেপ্টেম্বর ৫, ২০২৫
বাংলাদেশকে সুপার ফোরে দেখছেন না রাসেল 

এশিয়া কাপ শুরু হতে আর কয়েক দিন বাকি। সংযুক্ত আরব আমিরাতে মহাদেশীয় ক্রিকেটের এই আসর খেলোয়াড়দের জন্য নতুন চ্যালেঞ্জ।

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড বাংলাদেশকে নিয়ে তার মতামত প্রকাশ করেছেন।

তিনি মনে করেন, টাইগারদের গ্রুপটি অত্যন্ত শক্তিশালী এবং এই গ্রুপ সহজ হবে না। ‘বি’ গ্রুপে বাংলাদেশের পাশাপাশি আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

এ বিষয়ে রাসেল আর্নল্ড বলেন, ‘এই গ্রুপকে সহজভাবে নেওয়া যাবে না। আফগানিস্তান দিনদিন উন্নতি করছে। রশিদ খানদের বোলিং ইউনিট সবসময় শক্তিশালী, ব্যাটিংও এখন উন্নত। তাই এই দলের প্রতি বিশেষ নজর রাখতে হবে। ’

তার মতে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা গ্রুপ থেকে কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি। তবে বাংলাদেশের শক্তি সম্পর্কে তিনি সতর্ক। রাসেল বলেন, ‘বাংলাদেশ যে কোনো মুহূর্তে বড় হুমকি হয়ে উঠতে পারে। ’ 

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।